October 31, 2025
6904a3a5cc49b

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপি জামায়াতের সঙ্গে দুরত্বের বিষয়টিও ঠিক নয়। ৩১ অক্টোবর (শুক্রবার) দুপুরে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সাথে সমঝোতার প্রশ্নই অবান্তর।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হলো এটা দেবে, ব্যাস সেটাই ঘোষণা দিয়ে দিল। এখন পর্যন্ত কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি।’

তিনি আরও বলেন, ‘গতকাল দেখলাম যে, শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে।’

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন হাসনাত আব্দুল্লাহ। সফরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং কেন্দ্রীয সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয যুগ্ম সদস্যসচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *