October 31, 2025
22

আজ শুক্রবার থেকে আগামী ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে সংস্থাটি জানায়, ৩১ অক্টোবর সকাল ৬টার পর থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকষ্মিকভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এটা সকল স্থানে নয়।

এ ছাড়াও আজকে রাত থেকে ২ বা ৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *