 
                প্রেমিকার কলে প্যারামেডিকরা আসার পর সাগুকে অচেতন অবস্থায় পান। সেখান থেকে হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।
কানাডার এডমন্টনে গাড়িতে মূত্রত্যাগে বাধা দেওয়ার ঘটনায় ঘুষিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী।
গত ১৯ অক্টোবর ঘটনাটি ঘটে বলে জানায় এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাতের খাবার শেষে প্রেমিকাকে নিয়ে গাড়িতে ফিরছিলেন ৫৫ বছর বয়সী আরভি সিং সাগু। ওই সময় তারা অপরিচিত এক ব্যক্তিকে গাড়িতে প্রশ্রাব করতে দেখেন। এর পরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়।
‘ওহে, আপনি কী করছেন?’, আগন্তুককে জিজ্ঞাসা করেন সাগু।
‘আমি যা চাই’, উত্তরে বলেন আগন্তুক। এরপর তিনি হেঁটে গিয়ে সাগুর মাথায় ঘুষি মারেন।
আঘাতে মাটিতে পড়ে যান সাগু। এরপর তার প্রেমিকা ৯১১ নম্বরে কল দেন বলে গ্লোবাল নিউজকে জানান সাগুর ভাই।
প্রেমিকার কলে প্যারামেডিকরা আসার পর সাগুকে অচেতন অবস্থায় পান। সেখান থেকে হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।
এনডিটিভি জানায়, হামলায় অভিযুক্তের নাম কাইলি প্যাপিন। তাকে গ্রেপ্তারের পর সহিংস হামলার অভিযোগ এনেছে এডমন্টন পুলিশ।
মর্মান্তিক এ মৃত্যুর পর সাগুর শেষকৃত্য ও তার সন্তানদের খরচের জন্য তহবিল জোগাড় করেছেন ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধু ভিনসেন্ট রাম।

 
                             
                             
                       
                       
                            