October 31, 2025
tbn24-20251031004316-314-food assitance

বোস্টনের ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি বৃহস্পতিবার জানান, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএর হাতে থাকা পাঁচ দশমিক ২৫ বিলিয়ন তহবিলের কিছু অংশ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ফুড স্ট্যাম্পের জন্য প্রদানে বাধ্য করার বিষয়ে দিনের অংশে সিদ্ধান্ত নেবেন তিনি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মিলিয়ন মিলিয়ন অ্যামেরিকানের খাদ্য সহায়তা আইনিভাবে বন্ধ করতে পারে না বলে মনে হয়েছে ফেডারেল এক বিচারকের।

সরকারে শাটডাউনের মধ্যে শনিবার থেকে সহায়তা স্থগিতের পরিকল্পনা করছে ফেডারেল প্রশাসন।

এমন বাস্তবতায় বোস্টনের ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি বৃহস্পতিবার জানান, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএর হাতে থাকা পাঁচ দশমিক ২৫ বিলিয়ন তহবিলের কিছু অংশ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ফুড স্ট্যাম্পের জন্য প্রদানে বাধ্য করার বিষয়ে দিনের অংশে সিদ্ধান্ত নেবেন তিনি।

রয়টার্স জানায়, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি স্টেইট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার পক্ষের আইনজীবীরা আদালতে এক ঘণ্টা শুনানি করেন। সে সময় তারা স্ল্যাপ সুবিধাভোগীদের জন্য তহবিল কমপক্ষে আংশিক নিশ্চিতে সরকারের প্রতি অস্থায়ী আদেশ দিতে বিচারকের প্রতি অনুরোধ করেন। স্ল্যাপ সুবিধার ওপর নির্ভর করেন ৪২ ‍মিলিয়ন তথা চার কোটি ২০ লাখ অ্যামেরিকান।

ইউএসডিএ জানায়, সুফলভোগীদের পূর্ণ সুবিধা নিশ্চিতে যথাযথ তহবিল নেই। সুবিধা নিশ্চিতে প্রতি মাসে খরচ পড়ে আট দশমিক পাঁচ থেকে ৯ বিলিয়ন ডলার।

এদিকে আদালতে জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জ্যাসন আলটাবেট বিচারকের উদ্দেশে বলেন, ১ অক্টোবর শুরু হওয়া শাটডাউনের ইতি টানতে কংগ্রেস কোনো ব্যয় বিল পাস করার আগে কোনো রকম অর্থ ছাড়ের কর্তৃত্ব নেই ইউএসডিএর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *