October 31, 2025
tbn24-20251031130202-2317-tbn24-20241219004259-5481-taijulalaaa

চলমান শাটডাউনে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন স্টেইট গভর্নর ক্যাথি হোকুল।

চলমান শাটডাউনে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন স্টেইট গভর্নর ক্যাথি হোকুল।

পাশাপাশি জরুরি খাদ্য সহায়তা দিতে ৬কোটি ৫০ লাখ জরুরি অর্থ তহবিল বরাদ্দের কথা জানিয়েছেন তিনি।

আইউইটনেস নিউজ জানায়, তহবিল বরাদ্দের পাশাপাশি ফুড ব্যাংকগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের ঘোষণা দেন গভর্নর।

হোকুল জানান, ‘জরুরি খাদ্যাবস্থার সময় স্টেইটের প্রতিটি স্কুলে সকাল ও দুপুরের খাবার প্রদান করা হবে।

খাদ্য সহায়তা বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোকুল বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে। আমাদের স্টেইট অবর্ণনীয় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পাশাপাশি কৃষক, ব্যবসায়ী দোকান মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে।

‘পরিবারগুলো টেবিলে খাবার রাখতে না পারলে আমি ওয়াশিংটন রিপাবলিকানদের মতো আমি বসে থাকতে পারি না।’

এ প্রসঙ্গে মেয়র অ্যারিক এডামস বলেন, ‘জরুরি খাদ্যাবস্থার সময় শহরে ১ দশমিক ৫ কোটি অর্থ সহায়তা প্রদান করা যাবে। গভর্নরের বরাদ্দ করা তহবিলের তুলনায় যা অনেক কম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *