 
                জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মান্না বলেন, ‘জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’
সন্দেহ রেখে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যাদের ভালো নির্বাচন দেওয়ার কথা, সেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছ। দেশ এখন বড় সংকটকাল অতিক্রম করছে। সাম্প্রতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের বিকল্প নেই।’
এসময় ‘সংস্কার সংস্কার খেলার’ শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না উল্লেখ করে ‘যথাযথভাবে সঠিক নির্বাচনের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জামায়াত আন্দোলনের নামে খেলা করছে। বিএনপি আন্দোলনে নামলে দেশের কি হবে সেটা চিন্তা করে দেখেন।’
দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

 
                             
                             
                       
                       
                            