October 31, 2025
tbn24-20251031073054-2444-rainfall

বেজমেন্টে বন্যার পানি ঢুকে মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক সিটির সড়কের নির্মাণ ত্রুটিকে দায়ী করছেন বিভিন্ন বাসিন্দারা।

ঝড় ও প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ভিন্ন দুই এলাকায় নিজ বাড়ির বেজমেন্টে অন্তত ২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

পুলিশের বরাত দিয়ে এবিসি আইউইটনেস নিউজ জানায়, নিহতদের একজন ব্রুকলিনের বাসিন্দা। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি বন্যায় প্লাবিত বাড়ির বেজমেন্টে আটকা পড়ে মারা যান।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি বেজমেন্টে থাকা তার একটি পোষা কুকুরকে বন্যার পানি থেকে রক্ষা করতে সেখানে প্রবেশ করেছিলেন।

ফায়ার ডিপার্টমেন্ট অব দ্য সিটি অব নিউ ইয়র্ক-এফডিএনওয়াইয়ের স্কুবা টিম বিকেল সাড়ে ৪টার দিকে বেজমেন্ট থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

অপর এক ব্যক্তি ম্যানহাটনে ওয়াশিংটন হাইটস এলাকায় বন্যায় প্লাবিত বাড়ির বেজমেন্টে বয়লার রুমে নিহত হন। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধারের পর এনওয়াইপিডির ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ইউনিট তাকে মৃত ঘোষণা করে।

বেজমেন্টে বন্যার পানি ঢুকে মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক সিটির সড়কের নির্মাণ ত্রুটিকে দায়ী করছেন বিভিন্ন বাসিন্দারা।

আকিভা নামের এক নিউ ইয়র্কার বলেন, ‘রাস্তাগুলো উঁচু-নিচু করে এমনভাবে তৈরি করা হয়েছে। তাই বৃষ্টি হলেই নৌকার চারপাশে যেভাবে পানি জমে, সেভাবে পানি জমে যায়।’

ফিলিপ নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন, ‘প্রদিদিন কাজ করছি, কর দিচ্ছি কিন্তু আমাদের সমস্যার কথা কেউ শুনছে না।’

অ্যামেরিকার উত্তর-পূর্বাঞ্চল থেকে সৃষ্ট ঝড়ে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত দেখা দেয়।

ঝড়ো বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি ও লা গার্ডিয়া বিমানবন্দরে ১ হাজার ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

এছাড়াও ব্রুকলিনে সাবওয়ে স্টেশনের গাড়িতে পানি ঢুকে যান চলাচল ব্যহত এবং ব্রঙ্কস, কুইন্স ও ব্রুকলিনের সড়কগুলো ডুবে যেতে দেখা গেছে।

নিউ ইয়র্ক থেকে ঝড়টি শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড এলাকায় আক্রমণ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *