October 31, 2025
tbn24-20251030232441-9540-tbn24-20251015005611-4537-Trump kaka

রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার বলেন, প্রতিবেশী দেশ দুটির ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি যুদ্ধ ঠেকিয়েছিলেন।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে আবারও নিজের কৃতিত্বের দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার বলেন, প্রতিবেশী দেশ দুটির ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি যুদ্ধ ঠেকিয়েছিলেন।

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের ভূখণ্ডে ‘অপারেশন সিন্দুর’ নামের সামরিক অভিযান চালায় ভারত। এর পরিপ্রেক্ষিতে ভারতের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় পাকিস্তান।

পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

এ সংঘাতকে বৃহত্তর যুদ্ধের দিকে ধাবিত হতে না দেওয়ার জন্য বরাবরই কৃতিত্ব দাবি করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এশিয়া সফরের শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়ায় গিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান…তারা সেদিকে (বড় যুদ্ধ) যাচ্ছিল।

‘সাতটি বিমান ভূপাতিত করা হয়। তারা সত্যিকার অর্থেই সেদিকে যাওয়া শুরু করেছিল।’

ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে তাদের উচ্চ শুল্কের বিষয়ে হুঁশিয়ার করে দেন।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলেছিলাম, আমি প্রত্যেক দেশের ওপর ২৫০ শতাংশ করে (শুল্ক) আরোপ করতে যাচ্ছি…এর অর্থ হলো তারা আর ব্যবসা করতে পারবে না।’

তার দাবি, শুরুতে ভারত ও পাকিস্তানের নেতারা যুদ্ধ চালিয়ে যেতে চাইছিলেন, কিন্তু দুই দিন পর বিষয়টি বুঝতে পেরে তারা যুদ্ধ বন্ধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *