November 2, 2025
tbn24-20251101091553-7623-germany - 2025-11-01T151042.212

আগের নীতি অনুযায়ী, অভিবাসীরা তাদের কাজের পারমিট মেয়াদ শেষ হওয়ার পরও ৫৪০ দিন পর্যন্ত অ্যামেরিকায় কাজ করতে পারতেন।

অভিবাসী কর্মীদের কাজের পারমিট নিয়ে অন্তর্বর্তী নিয়ম চালু করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। নতুন ঘোষণা অনুযায়ী, অভিবাসী কর্মীদের এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট(ইএডি) বা কাজের পারমিটের স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ করা হচ্ছে।

এনডিটিভি জানায়, গত বুধবার একটি বিবৃতিতে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ৩০ অক্টোবর ২০২৫ বা তার পর তাদের ইএডি নবায়নের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয় নবায়ন করতে পারবেন না।

এ ঘোষণায় স্পষ্ট যে, ৩০ অক্টোবরের আগে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা ইএডিগুলো এক্ষেত্রে প্রভাবিত হবে না।

ট্রাম্প প্রশাসন জানায়, নতুন নিয়মের মাধ্যমে সার্বজনীন নিরাপত্তা ও জাতীয় সুরক্ষা রক্ষায় আরও বিস্তারিত যাচাই এবং স্ক্রিনিং করা হবে।

এই সিদ্ধান্তের ফলে বাইডেন প্রশাসনের আগের নীতির পরিবর্তন হচ্ছে। আগের নীতি অনুযায়ী, অভিবাসীরা তাদের কাজের পারমিট মেয়াদ শেষ হওয়ার পরও ৫৪০ দিন পর্যন্ত অ্যামেরিকায় কাজ করতে পারতেন।

নতুন নিয়ম অনুযায়ী অভিবাসী কর্মীদের পটভূমি আরও নিয়মিতভাবে যাচাই করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি মনে করছে, এর ফলে ইউএসসিআইএস প্রতারণা রোধ করতে এবং সম্ভাব্য ক্ষতিকর অভিবাসীদের শনাক্ত করতে সক্ষম হবে।

ইউএসসিআইএস অভিবাসীদের পরামর্শ দিয়েছে, তারা যেন ইএডি নবায়নের জন্য মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ১৮০ দিন আগে আবেদন করে। বিবৃতিতে বলা হয়েছে, যত বেশি একজন অভিবাসী ইএডি নবায়নের জন্য অপেক্ষা করবেন, তত বেশি সাময়িকভাবে কাজের অনুমতি হারাতে পারেন।

হোমল্যান্ড সিকিউরিটির নতুন নিয়ম অনুযায়ী কাজের পারমিট স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমে, নবায়নের আবেদন সময়মতো জমা দিতে হবে। এছাড়া, ইএডি-এর ধরন স্বয়ংক্রিয় নবায়নের জন্য যোগ্য হতে হবে। এবং বর্তমান ইএডি-এর ধরন নতুন আবেদনপত্রে উল্লেখিত ক্যাটেগরি বা শ্রেণির সঙ্গে মেলাতে হবে।

কার জন্য প্রয়োজন ইএডি?

ইএডি হলো একটি দলিল যা একজন ব্যক্তিকে অ্যামেরিকায় নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়।

তবে সকলের জন্য ইএডি প্রয়োজন নেই। যারা স্থায়ী নাগরিক পার্মানেন্ট রেসিডেন্সি তাদের জন্য গ্রিন কার্ড কাজের অনুমতি প্রমাণ হিসেবে পর্যাপ্ত। এছাড়া যারা নন-ইমিগ্র্যান্ট ভিসা যেমনএইচ-১বি,এল-১বি, পি বা ও ক্যাটেগরিতে আছেন, তাদেরও ইএডি প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *