রাজ্যের জুবিলি হিলস আসনে বিধানসভার উপনির্বাচনের ঠিক আগে আজহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।
রাজনৈতিক ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
তেলেঙ্গানা মন্ত্রিপরিষদে শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক ক্রিকেটার। রাজ ভবনে আড়ম্বরহীন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর জিষ্ণু দেব ভার্মা।
আজহারউদ্দিনের অন্তর্ভুক্তিতে তেলেঙ্গানার মন্ত্রিপরিষদের আকার বেড়ে দাঁড়াল ১৬তে। তাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে রাজ্যের আইনসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বড় পদক্ষেপ নিল কংগ্রেস।
রাজ্যের জুবিলি হিলস আসনে বিধানসভার উপনির্বাচনের ঠিক আগে আজহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।
শপথ গ্রহণের কয়েক মিনিট পর আবেগাপ্লুত আজহারউদ্দিন কথা বলেন এনডিটিভির সঙ্গে। তিনি সংবাদমাধ্যমটিকে জানান, রাজ্যের নেতাদের দৃঢ় সমর্থনে ভর করে রাজনীতিতে উঠে আসেন তিনি।
মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সিএম রেভান্থ রেড্ডি সবসময় আমার বড় সমর্থক ছিলেন।’
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের সঙ্গে ক্রিকেটার হিসেবে অভিষেকের দিনের একটা মিল খুঁজে পান আজহারউদ্দিন।
তিনি বলেন, ‘ক্রিকেটে আমার অভিষেকও ছিল ৩১ ডিসেম্বর এবং আজ ৩১ অক্টোবর। মনে হচ্ছে ভাগ্য পূর্ণ চক্রে এসেছে।’
মন্ত্রী হিসেবে শপথ নিলেও কোনো দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। দপ্তর বণ্টন হবে পরবর্তী সময়ে।
