November 1, 2025
yjhm

চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে তারা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিংয়ের সুযোগ নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আজ শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ১৮ জনকে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। এ সময় ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির ঘটনাও ঘটেছে। এই তিন হাজার নেতাকর্মীর মধ্যে বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *