November 1, 2025
tbn24-20251101093757-2310-germany - 2025-11-01T153325.499

 

নতুন এই ভিসা পরিকল্পনাটি পর্তুগালে চাকরির সুযোগ খুঁজছেন এমন বিদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।

কাজের সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। নতুন স্কিলড ওয়ার্ক ভিসা বা দক্ষ কর্মীদের জন্য নতুন কাজের ভিসাটি আগের ওয়ার্ক সিকিং ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের বরাত দিয়ে ইকোনিক টাইমস জানায়, নতুন এই ভিসা পরিকল্পনাটি পর্তুগালে চাকরির সুযোগ খুঁজছেন এমন বিদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।

পর্তুগালের মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে।

এর ফলে, পর্তুগালের কনস্যুলার অফিস এবংভিএফএস গ্লোবাল, বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরনো ক্যাটেগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, পুরনো ওয়ার্ক সিকিং ভিসার পরিবর্তে নতুন দক্ষ কাজের ভিসা থাকবে। তবে নতুন ভিসা মাত্র সম্প্রতি অনুমোদিত বিদেশি আইন অনুযায়ী নিয়মাবলী চূড়ান্ত হলে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, এই নীতি পরিবর্তন দেশটির আইনের ৬১/২০২৫ ধারার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত হয়।

এই আইন অভিবাসন প্রক্রিয়াকে দেশের শ্রম বাজারের চাহিদার সাথে সমন্বয় করতে সাহায্য করবে এবং পেশাগত যোগ্যতা বা বিশেষ দক্ষতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেবে।

বর্তমানে, সব কনস্যুলেট এবং অংশীদার কেন্দ্রগুলোতে ওয়ার্ক সিকিং ভিসার সেবা স্থগিত করা হয়েছে। নতুন ভিসার যোগ্যতা ও আবেদন সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি নির্দেশিকা প্রকাশের পর জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *