বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়ায় কষ্ট পেয়েছেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তাঁর মতে নিজ দেশের খেলোয়াড়দের সম্মান জানানোর পাশাপাশি খারাপ সময়ে তাদের পাশে থাকা উচিত দর্শকদের।
ড্যারেন স্যামি বলেন, আমি এখন খেলছি না, তারপরও বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোবাসা দিয়েছেন। কিন্তু তারা যেভাবে নিজের দেশের খেলোয়াড়দের অসম্মান করেছে তা আমার ভালো লাগেনি। তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল। আমি জানি এর অর্থ কি। তবে সব খেলোয়াড়রাই মাঠে নিজেদের সেরাটা দিতে আসে। আমার মনে হয় সম্মান দেয়ার পাশাপাশি খারাপ সময়েও তাদের পাশে থাকা উচিত।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ৮ সিরিজের ৭টিতেই হারা ক্যারিবীয়রাও স্বস্তিতে ফিরেছে এবার জিতে। টানা ৪ সিরিজে জেতা বাংলাদেশ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। স্বাগতিক সমর্থকদের হতাশার বিষয়টি বুঝলেও স্যামির মত- সমর্থন ও সাহস জোগালে দল আরও সাফল্যে লাভ করবে।
