সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রিন্ট করা শার্ট, কালো প্যান্ট ও কালো টুপি পরা ধর্মেন্দ্র হাসপাতাল ছাড়ছেন। গাড়ির দিকে যাওয়ার সময় পাপারাজ্জিদের সঙ্গে মতবিনিময় করতে থামতে হয় অভিনেতাকে।
ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে।
একাধিক সূত্র এনডিটিভিকে জানায়, ৮৯ বছর বয়সী অভিনেতা গত চার থেকে পাঁচ দিন ধরে হাসপাতালে। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন তিনি।
সূত্রগুলো আরও জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় ধর্মেন্দ্রকে।
এর আগে এপ্রিলে তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রিন্ট করা শার্ট, কালো প্যান্ট ও কালো টুপি পরা ধর্মেন্দ্র হাসপাতাল ছাড়ছেন। গাড়ির দিকে যাওয়ার সময় পাপারাজ্জিদের সঙ্গে মতবিনিময় করতে থামতে হয় অভিনেতাকে।
পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, ‘আমি শক্ত আছি। ধর্মেন্দ্রর এখনও অনেক শক্তি। আমার এখনও চেতনা আছে।
‘আমার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। আমি শক্ত আছি।’
চিরাচরিত লুকে ধর্মেন্দ্র আরও বলেন, ‘আমার দর্শক-শ্রোতা ও ভক্তবৃন্দ, আপনাদের ভালোবাসি।’
ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা যায় ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ নামের সিনেমায়। এতে মূল চরিত্রে ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন।
মুক্তি প্রতীক্ষিত ‘ইক্কিস’ নামের চলচ্চিত্রও দেখা যাবে ধর্মেন্দ্রকে, যেখানে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগাস্ত্য নন্দ।
