November 1, 2025
tbn24-20251101001554-9194-tbn24-20251026221936-1051-Food Stamp_

 

অর্থায়ন বন্ধের পরিকল্পনার খবরে দুশ্চিন্তার ভাঁজ পড়ে বিভিন্ন স্টেইটের কর্মকর্তা, ফুড ব্যাংক সংশ্লিষ্ট ও স্ল্যাপের সুফলভোগীদের মধ্যে। কীভাবে খাদ্য নিশ্চিত করা যায়, তা নিয়ে তড়িঘড়ি করছিল পক্ষগুলো।

সরকারে শাটডাউনের মধ্যে দেশের বৃহত্তম খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে অর্থ দিতে শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুজন ফেডারেল বিচারক।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, স্ল্যাপে অর্থ অবশ্যই দিতে হবে জানিয়ে বিচারকদ্বয় প্রায় যুগপৎভাবে আদেশ দেন।

ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার-ইউএসডিএ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তথা স্ল্যাপে অর্থ দেওয়া বন্ধের যে পরিকল্পনা করে, সেটি শুরুর এক দিন আগে এসব রায় এলো।

ইউএসডিএর যুক্তি ছিল, শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখতে পারবে না সংস্থাটি।

প্রতি আটজন অ্যামেরিকানের মধ্যে প্রায় একজন স্ল্যাপের সুফলভোগী। এটি দেশের সামাজিক নিরাপত্তা জালের গুরুত্বপূর্ণ অংশ।

অর্থায়ন বন্ধের পরিকল্পনার খবরে দুশ্চিন্তার ভাঁজ পড়ে বিভিন্ন স্টেইটের কর্মকর্তা, ফুড ব্যাংক সংশ্লিষ্ট ও স্ল্যাপের সুফলভোগীদের মধ্যে। কীভাবে খাদ্য নিশ্চিত করা যায়, তা নিয়ে তড়িঘড়ি করছিল পক্ষগুলো।

কিছু স্টেইটের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ধরনের কর্মসূচির সংস্করণ চালু রাখতে নিজস্ব তহবিল ব্যবহার করবে তারা।

জাতীয়ভাবে খাদ্য সহায়তা কর্মসূচিটি চালু রাখতে প্রতি মাসে প্রায় আট বিলিয়ন ডলার খরচ হয়।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ২৫টি স্টেইটের অ্যাটর্নি জেনারেল অথবা গভর্নররা এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া কর্মসূচি স্থগিত রাখার পরিকল্পনাকে চ্যালেঞ্জ করেন।

পক্ষগুলোর ভাষ্য, কর্মসূচিটি চালু রাখতে আইনি বাধ্যবাধকতা আছে ট্রাম্প প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *