November 1, 2025
tbn24-20251101074658-4914-germany - 2025-11-01T134219.983

এই সব সমস্যার সমাধান করতে পারে এফডিএ অনুমোদিত ওষুধটি।

বুকে চিনচিনে ব্যথা। তার পরেই দরদর করে ঘাম। শরীর জুড়ে অস্বস্তি। দমবন্ধ হয়ে যেতে যেতে আচমকা হার্ট অ্যাটাক। এমন পরিস্থিতিতে রোগীকে বাঁচানোর সময়টুকুও পাওয়া যায় না অনেক সময়।

হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এমন ভাবেই হানা দেয় আচমকা। সব কিছু তছনছ করে চলে যায়। গভীর ঘুমের মধ্যেও নিঃশব্দে হানা দিতে পারে হার্ট অ্যাটাক। কাজেই এমন ঘাতক অসুখ প্রতিরোধে ওষুধ তৈরি নিয়ে গবেষণা চলছে দীর্ঘ সময় ধরেই।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, সম্প্রতি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এমনই এক ওষুধকে অনুমোদন দিয়েছে যা আগে থেকে খেলে আচমকা হৃদ্‌রোগের ঝুঁকি কমবে বলেই দাবি করা হয়েছে।

রিবেলসাস নামে এই ওষুধটি ইতোমধ্যে উচ্চ রক্তচাপ ও টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে ওষুধটির ফর্মুলায় সামান্য বদল এনে সেটিকে হৃদ্‌রোগের চিকিৎসাতেও কাজে লাগানো যেতে পারে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে ওষুধটি হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে রোগীকে খাওয়ানো যেতে পারে।

রিবেলসাস একধরনের সেমাগ্লুটাইড জাতীয় ওষুধ। অর্থাৎ, জিএলপি-১ রিসেপ্টর, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করবে। পাশাপাশি, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্ত জমাট বাঁধার আশঙ্কাও কমাবে। ওষুধটি মেদও ঝরাতে পারবে বলে দাবি করছেন গবেষকরা।

চিকিৎসকদের মতে, ৯৯ শতাংশ হার্ট অ্যাটাকের মূল কারণ অতিরিক্ত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, রক্তে অধিক শর্করা এবং ধূমপান। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে থেরোসক্লেরোসিসের ঝুঁকি বাড়ে।

হার্টের ধমনীতে নিঃশব্দে রক্ত জমাট বাঁধছে কি না তা বোঝার সাধ্য কারো নেই। বুকে ব্যথা নেই, রাতে শুয়ে ঘামও হয় না, অন্যান্য যা ভীতিকর লক্ষণের কথা বলা হয়, তাও নেই। এর পরেও ধরা পড়তে পারে হৃদ্‌রোগ।

কারণটা হল রক্ত জমাট বেঁধে হৃৎস্পন্দন পুরোপুরি বিগড়ে যাওয়া। এই সব সমস্যার সমাধান করতে পারে এফডিএ অনুমোদিত ওষুধটি।

গবেষকদের দাবি, ওষুধটির নির্দিষ্ট ডোজ খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রিত হবে, খারাপ কোলেস্টেরল কমবে, বিপাকক্রিয়ায় ঠিক থাকবে এবং অতিরিক্ত মেদ জমার কারণেও বিপদ হবে না। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধটি খাওয়া ঠিক হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *