November 2, 2025
image_237015_1762032113

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবার আলোচনায় খেলার জন্য নয়, ব্যক্তিগত জীবনের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে মাত্র তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন বার্সার এই ফুটবলার, এমন খবর নিশ্চিত করেছেন ইয়ামাল নিজেই।

জাভি হোয়োস নামের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে ইয়ামাল জানিয়েছেন, তাদের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সব গুজব ছড়িয়েছে, সেগুলোর কোনোটিই সত্য নয়। হোয়োসের টিকটক ভিডিওতে উদ্ধৃত করে ইয়ামালের বক্তব্যে বলা হয়, “আমরা আর একসঙ্গে নেই। কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার বিষয় নেই, শুধু আলাদা হয়ে গেছি, এটাই সত্যি।”

এই বক্তব্যের মাধ্যমে ইয়ামাল সাম্প্রতিক সময়ে মিলানে তার সফরকে ঘিরে তৈরি হওয়া আলোচনার অবসান ঘটালেন। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্টে দাবি করা হয়, মিলান সফরের সময় ইয়ামাল নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে অন্য কারও সঙ্গে সময় কাটিয়েছেন। তবে হোয়োসের মতে, “তিনি যখন মিলান সফরে গিয়েছিলেন, তখনই দুজনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। তাই কোনো প্রতারণার প্রশ্নই আসে না।”

২৫ বছর বয়সী নিকি নিকোলের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবি দিয়েই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ইয়ামাল। সেই ছবিতে দেখা যায়, পার্টিতে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন তারা দুজন। মাত্র তিন মাস আগেই সম্পর্কটি প্রকাশ্যে আসে, যা মুহূর্তেই আলোচনায় আসে ভক্তদের মধ্যে।

‘ডি কোরাজন’ নামের একটি স্প্যানিশ টিভি প্রোগ্রামেও ইয়ামালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এই বিচ্ছেদ সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ঘটেছে, এতে কোনো তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা নেই।

জাভি হোয়োস ভিডিওটির শেষ অংশে বলেন, “আমি শুধু বিষয়টা পরিষ্কার করতে চেয়েছিলাম। সংবাদটি হলো, তারা আর একসঙ্গে নেই, এবং এ বিচ্ছেদের পেছনে কোনো বিশ্বাসঘাতকতা নেই—শুধু তরুণ বয়সের স্বাভাবিক অনুভূতির উত্থান-পতনই কারণ। তারা তরুণ, ভালোবাসা যেমন দ্রুত আসে, তেমনই কখনো কখনো হারিয়েও যায়।”

মাত্র ১৮ বছর বয়সে বার্সেলোনার ‘নম্বর ১০’ জার্সিধারী ইয়ামালের প্রতিটি পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মাঠে তার পারফরম্যান্স যেমন মুগ্ধ করছে ভক্তদের, মাঠের বাইরের এই ব্যক্তিগত অধ্যায়ও তৈরি করেছে তুমুল কৌতূহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *