খুলনার আড়ংঘাটা থানাধীন বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় গুলি লেগে এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ দুজন।
রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ সময় গুলি লেগে গুরুতর আহত হন এমদাদুল হক নামের একজন শিক্ষক ও মামুন শেখ৷ পরে দলীয় নেতাকর্মীরা তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। নেয়ার পথে এমদাদুলের মৃত্যু হয়। তিনি ওই বিএনপি অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গেছিলেন বলে জানা যায়৷ মামুনের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তের গুলি ও বোমা হামলায় ৩ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে৷ পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।
