November 3, 2025
69074ac01fb8f

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে নভেম্বর মাসের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকলো। ২০০৩ সালের এই দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন তিনি। ২২ বছর পর তার উত্তরসূরি রোনালদো জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল করলেন। অবশ্য ছেলে শুধু একাই নয়, বাবা রোনালদোও একই দিনে আল নাসেরের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন। ১ নভেম্বর (শনিবার) ওয়েলসের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র। ম্যাচটিতে তারা ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে।

রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই ছেলে ও বাবার ফিনিশিং স্টাইলে মিল দেখতে পেয়েছেন। রোনালদো নিজেও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আগুনের ইমোজি দিয়ে।

এর প্রায় ছয় ঘণ্টা পরে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামেন বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফায়হার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করে সমতা ফেরান এবং যোগ করা সময়ের ১৫তম মিনিটে পেনাল্টি শটে দলের জয় নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *