November 2, 2025
tbn24-20251102093112-478-germany - 2025-11-02T152615.595

ট্রাম্প দাবি করেন তিনি সেই আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন, যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শনিবার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে আবারও একদল অভিযুক্ত মাদক পাচারকারীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে অ্যামেরিকা। এই হামলায় তিনজন নিহত হয়েছেন।

হেগসেথ জানান, হামলার শিকার জাহাজটি এমন একটি সংগঠন পরিচালনা করছিল, যাকে অ্যামেরিকা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তিনি সংগঠনটির নাম উল্লেখ করেননি তিনি।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্যাসিফিকে এটি অ্যামেরিকার চালানো ১৫তম হামলা। এক্সে দেয়া পোস্টে হেগসেথ বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজ অবৈধ মাদক পাচারে যুক্ত ছিল এবং মাদক বহন করছিল।’

অ্যামেরিকান সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত এ অঞ্চলে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন।

নিজের পোস্টে হেগসেথ বলেন, ‘মাদক-সন্ত্রাসীরা আমাদের দেশে মাদক নিয়ে আসছে,যা অ্যামেরিকানদের ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের ঠিক সেইভাবে মোকাবিলা করবে যেভাবে আল-কায়েদার সঙ্গে করা হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাগুলোকে অ্যামেরিকায় মাদক পাচার বন্ধে জন্য জরুরি পদক্ষেপ হিসেবে যথার্থ বলে বিবেচনা করেছেন। তিনি দাবি করেন, অ্যামেরিকা মাদক কার্টেলগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’ অবস্থায় রয়েছে এবং এই কাজে তিনি আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন। যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *