দেশব্যাপী স্ল্যাপের আওতায় ছিলেন নিম্ন আয়ের ৪ কোটি ২০ লাখ অ্যামেরিকান, যাদের মধ্যে ১ কোটি ৬০ লাখ শিশু।
চলমান শাটডাউন পরিস্থিতিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসটেন্স প্রোগ্রাম-স্ল্যাপ তথা খাদ্য সহায়তা।
দেশব্যাপী স্ল্যাপের আওতায় ছিলেন নিম্ন আয়ের ৪ কোটি ২০ লাখ অ্যামেরিকান, যাদের মধ্যে ১ কোটি ৬০ লাখ শিশু।
ট্রাম্প প্রশাসন জানায়, শাটডাউনে সামরিক কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি খাতে বেতন, সুবিধা চালু রাখতে খাদ্য সহায়তার তহবিল বন্ধ রাখা হবে।
খাদ্য সহায়তার ঘাটতি পূরণে নিউ ইয়র্কসহ অন্যান্য স্টেইটের বাসিন্দারা কী সুবিধা পাবেন জানিয়েছে আইউইটনেস নিউজ।
নিউ ইয়র্ক
খাদ্য সহায়তা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার আগেই বৃহস্পতিবার নিউ ইয়র্ক জুড়ে জরুরি অবস্থা জারি করেন গভর্নর ক্যাথি হোকুল। হোকুল জানান, জরুরি অবস্থায় ফুড ব্যাংক চালু রাখতে ২ কোটি ৫০ লাখ অর্থ বরাদ্দ থাকবে। ৪ কোটি অর্থ ব্যয়ে নিম্ন আয়ের মানুষদের ত্রাণ সুবিধা দেওয়া হবে।
অ্যারিযোনা
খাদ্য ঘাটতি পূরণে ফুডব্যাংকগুলোতে ১৫ লাখ ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দেন গভর্নর ক্যাটি হবস। এছাড়া সবজি ও ফলমূল প্রদানে দেওয়া বিশেষ ভাউচার।
ক্যালিফোর্নিয়া
ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম জানান, দুরাবস্তা সামাল দিতে স্টেইট জুড়ে ৮ কোটি ডলারের সহায়ক কার্যক্রম চলবে।
কলোরাডো
গভর্নর জারেদ পলিস গত সপ্তাহে ফুড ব্যাংক সচল রাখতে রাজস্ব তহবিলের কাছে ১ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছেন। পাশাপাশি নারী ও শিশুদের পুষ্টিতে নিশ্চিতে বরাদ্দ তহবিলগুলো নভেম্বর মাস পর্যন্ত চালু রাখতে অনুরোধ জানান।
কানেটিকাট
খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কানেক্টিকাট ফুডশেয়ার ৩০ লাখ ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে নিশ্চিত করেছেন গভর্নর নেড ল্যামন্ট।
ইলিনয়
খাদ্য সহায়তায় স্টেইটের তহবিল থেকে ফুড ব্যাংকগুলো পাবে ২ কোটি ৫০ লাখ ডলার, এমন একটি নির্বাহী আদেশে সম্প্রতি স্বাক্ষর করেছেন গভর্নর জেবি প্রিৎজকার।
ম্যাসাচুসেটস
স্টেইটের জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের ৪০ লাখ ডলারের সহায়ক কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন মাউরা হিলি।
