November 2, 2025
tbn24-20251101215822-5155-Raisin AI

পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঘোষণার চেয়ে বেশি পরিমাণে সালফাইট পাওয়ায় নিউ ইয়র্ক সিটিজুড়ে ব্রঙ্কসভিত্তিক প্রতিষ্ঠান তারা ফুডের গোল্ডেন রেইজিনস তথা সোনালি কিসমিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক স্টেইট অ্যাগ্রিকালচার কমিশনার রিচার্ড এ. বল এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সালফাইটে মারাত্মক সংবেদনশীলতা থাকা লোকজন সুনির্দিষ্ট ওই কিসমিস খেলে মারাত্মক বা জীবনশঙ্কায় পড়ার মতো প্রতিক্রিয়ার শিকার হতে পারেন।

যদিও তারা ফুডের কিসমিস খেয়ে কারও অসুস্থ হওয়ার খবর পায়নি নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটস।

নিউ ইয়র্ক সিটি এলাকায় ওই কিসমিস বিক্রি করা হচ্ছে ১৪ আউন্সের স্বচ্ছ প্যাকেটে। এর ইউপিসি কোড হলো 8247931229। পণ্যটির সর্বোত্তম ব্যবহারের সর্বশেষ তারিখ ২০২৬ সালের ৩০ জুন।

ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটসের খাদ্য পরিদর্শকদের নিয়মিত নমুনা পরীক্ষা এবং নিউ ইয়র্ক স্টেইট ফুড ল্যাবরেটরির কর্মীদের বিশ্লেষণে পণ্যটিতে উচ্চমাত্রার সালফাইট ধরা পড়ে। যদিও পণ্যের লেবেলে সে ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *