November 2, 2025
tbn24-20251101224147-6075-early voting

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে ব্রুকলিনে, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার।

এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি আগাম ভোট পড়েছে নিউ ইয়র্ক সিটির নির্বাচনে।

পাঁচটি বরোর কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ব্রুকলিনে।

এ নির্বাচন ভেঙে দিয়েছে অতীতের আগাম ভোট দেওয়ার রেকর্ড।

সিটিতে গত ২৫ অক্টোবর থেকে চলছে ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগাম ভোট।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে ব্রুকলিনে, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার। তার পরই আছে ম্যানহাটন, যেখানে প্রায় ১ লাখ ৪৪ হাজার আগাম ভোট পড়েছে।

অন্যদিকে কুইন্সে আগাম ভোট পড়েছে ১ লাখ ৭ হাজারের বেশি।

ব্রঙ্কসে প্রায় ৩৮ হাজার এবং স্ট্যাটেন আইল্যান্ডে প্রায় ৩৪ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

২০২১ সালের তুলনায় এই ভোটের হার পাঁচ গুণের বেশি।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, এবার অনেক নতুন ভোটারও অংশ নিয়েছেন, যাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ গত এক দশকে কখনও ভোট দেননি।

প্রথম দিকে তরুণ ভোটাররা এগিয়ে থাকলেও এখন দেখা যাচ্ছে ৫৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের উপস্থিতি বেশি।

এবারের নির্বাচনের মূল আকর্ষণ মেয়র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

তাদের পাশাপাশি সিটির কাউন্সিল প্রার্থীদের নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *