কলে ৩৪ বছর বয়সী মামদানির প্রচারের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট।
আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানিকে শনিবার কল করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
কলে ৩৪ বছর বয়সী মামদানির প্রচারের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওবামার কল নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, যা নিশ্চিত করেছেন মামদানির মুখপাত্র ডোরা পেকেক।
তিনি জানান, সমর্থনসূচক বক্তব্য ও নিউ ইয়র্ক সিটিতে নতুন রাজনীতির সূচনা নিয়ে উভয়ের আলাপের জন্য ওবামার প্রশংসা করেন জোরান মামদানি।
চূড়ান্ত ভোটের আগে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন উগান্ডায় জন্ম নেওয়া স্টেইট অ্যাসেম্বলি সদস্য মামদানি।
সাধারণ এ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো। তাদের বাইরে রিপাবলিকান পার্টি সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন কার্টিস স্লিওয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়ে গত ২৪ জুন প্রাইমারিতে জয়ী হন মামদানি। সেই সময় থেকে পার্টির গুরুত্বপূর্ণ রাজনীতিক সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও নিউ ইয়র্ক গভর্ন ক্যাথি হোকুলের সমর্থন পান তিনি। এ ছাড়া ক্ষুদ্র দাতাদের কাছ থেকে স্থিতিশীল অর্থের জোগান আসে মামদানির প্রচার শিবিরে।
