ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আইস যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, কারণ আমাদের বাইডেন ও ওবামার নিযুক্ত বিচারকদের মুখোমুখি হতে হয়।’
অভিবাসী বিতাড়নে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের সমালোচিত কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পাশাপাশি আইসের নেওয়া কঠোর পদক্ষেপগুলোও যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ শো এর এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
অভিবাসী দমন ও সীমান্ত অবরোধে ট্রাম্পের কঠোর অবস্থানের পর কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইস। সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইমিগ্রেশন কোর্টে আইস কর্মকর্তা এক মাকে মাটিতে ফেলে নির্যাতন করছেন।
অপর একটি ভিডিওতে গাড়ির জানালা ভেঙ্গে গ্রেপ্তার করতে দেখা যায় চালককে।
এছাড়া দেশটির বিভিন্ন স্টেইটে অভিযান, টিয়ারগ্যাস ব্যবহার করতে দেখা গেছে অভিবাসীদের ওপর।
ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘অভিবাসীদের তাড়াতে হবে। তাই এসব পদক্ষেপ উপযুক্ত।’
সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও ওবামাকে দোষারোপ করে কঠোর হতে পারছেন না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন,’ আমার মনে হয় আইস যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, কারণ আমাদের বাইডেন ও ওবামার নিযুক্ত বিচারকদের মুখোমুখি হতে হয়।’
