November 4, 2025
image_237517_1762202651

রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন তারা।

সোমবার (০৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ তেজকুনি পাড়ার বিজয় সরণি টাওয়ারে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

দাবি আদায়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বস্তিবাসীরা টানা তিন মাস যাবৎ বিরতিহীন আন্দোলন করেন। তবে দাবি আদায় না হওয়ায় তারা প্রধান উপদেষ্টার স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম বলেন, টানা তিন মাস যাবৎ বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর মধ্যে সচিবালয় ঘেরাও, দুদক কার্যালয় ঘেরাও, শহীদ মিনারে শপথ গ্রহণ, জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ এবং হরতালসহ একাধিক কর্মসূচি পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে, সরকার এখনো সমস্যার সমাধানে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *