প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে।
‘তোমার মেয়র, আমার মেয়র -মামদানি ,মামদানি’ বাংলাদেশি স্টাইলের এই স্লোগান এখন ভাইরাল নিউ ইয়র্ক জুড়ে।
নির্বাচনের আগ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্কের মেয়র প্রার্থীদের প্রচারণা। জরিপে এগিয়ে থাকা জোরান মামদানি জোরেশোরে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।
সম্প্রতি এক নির্বাচনী সভায় বাংলায় স্লোগান দিয়ে তাক লাগিয়েছেন মামদানি। সভায় অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশি স্লোগান উচ্চারণ করেন এই মেয়র প্রার্থী। তার কণ্ঠে উঠা স্লোগান শুনে উপস্থিত বাঙালি কমিউনিটি উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
‘তোমার মেয়র, আমার মেয়র’ মামদানির কণ্ঠে ঝড় তোলা এই স্লোগানের বিপরীতে বাঙালি কমিউনিটি ‘মামদানি মামদানি’ রব তোলেন সভায়।
প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে। সভায় মানুষ উল্লাসে শোরগোল তুলতে থাকেন এবং তাদের মধ্যে অনেকেই নিজেরাই স্লোগানগুলো উচ্চারণ করতে শুরু করেন।
এই দৃশ্য নির্বাচনী প্রচারণার মধ্যে একটি আকর্ষণীয় মুহূর্ত হয়ে থাকবে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য।
মামদানির এই প্রচারণা বিশেষভাবে বাঙালি ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সাহায্য করবে এবং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
এর আগেও প্রাইমারি ভোটে জয় লাভের পর নিজের ভাষণে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানান মামাদানি।
মামদানি ক্যাম্পেইনে শুধু বাংলা ভাষায় ভিডিও মেসেজই নয় পাশাপাশি হিন্দি‑উর্দু সহ অন্যান্য ভাষায় প্রচারণা চালিয়েছেন।
ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী লড়ছেন মেয়র পদে। আগাম ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচনি জরিপগুলোতে ৩৩ বছর বয়সী মামদানি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায়।
আর তাইতো সবার নজর এখন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। কে হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ মেয়র তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সময়।
