November 4, 2025
image_237515_1762201050

বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, পরিবর্তন বাস্তবায়নও করে।

রোববার (০২ নভেম্বর) রাজধানীতে বিএনপির এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

গুলশানে হোটেল লেকশোরে বিএনপির প্রবাসে দলের নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচি হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন।

মিল্লাত বলেন, ‘এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি দলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক দক্ষতার নতুন অধ্যায়।’

তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ বিএনপিকে একটি আরও আধুনিক, কার্যকর এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, এখন থেকে দেশের ও প্রবাসের সদস্যরা সহজেই অনলাইনে সদস্যপদ নবায়ন, নতুন সদস্যপদ গ্রহণ এবং দলে অনুদান প্রদান করতে পারবেন। তিনি উল্লেখ করেন, দলের প্রতিটি অর্থনৈতিক কার্যক্রম এখন রিয়েল টাইমে আপডেট হবে, যা প্রশাসনিক দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা আরও বাড়াবে।

এই অনুষ্ঠানে ৬৯টি দেশ যুক্ত ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *