November 3, 2025
tbn24-20251103072732-493-germany - 2025-11-03T132156.102

নিজের চেয়ে বয়সে প্রায় ১৯ বছরের ছোট যুবকের সাথে প্রেম করছেন মালাইকা। এমনটাই দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

খান পরিবারের বউ হিসেবে একসময় বেশি পরিচিত ছিলেন বলিউডের আইটেম কন্যা মালাইকা আরোরা। তবে ক্যারিয়ারের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই ডিভা।

আরবাজ খানের সাথে বিবাহবিচ্ছেদের পরে আর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়ান মালাইকা। তবে গত বছর বিচ্ছেদ হয় এই জুটির। এবার বলিউড পাড়ায় নতুন গুঞ্জন আবারো মালাইকার জীবনে এসেছে নতুন পুরুষ।

হিন্দুস্তান টাইমস জানায়, এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অনুরাগীরা। অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, মালাইকা গানের তালে নাচছেন। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা পুরুষ। অবশেষে জানা গেল কে এই রহস্যময় পুরুষ।

পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটিজেনদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে।

তার পরেই প্রশ্ন ওঠে কে এই সুপুরুষ? তবে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি, ৩৩ বছরের এই যুবকের নাম হর্ষ মেহতা। তার নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে। এও শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ।

২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু হর্ষকে প্রকাশ্যে দেখে অনেকেই মনে করছেন, সূক্ষ্ম ভাবে সম্পর্কে সিলমোর দিলেন মালাইকা।

গত বছর থেকেই নাকি হর্ষের সঙ্গে আলাপ তার। তবে সম্পর্ক গত কয়েক মাসের। তবে এই নিয়ে এখনও মুখে কুলুপ মালাইকার। অভিনেত্রী তথা মডেল হর্ষ মেহতা নামে এখনও কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। তাই এখনও এই রহস্যময় পুরুষের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *