সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। তিন বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো।
তবে চোট কাটিয়ে সান্তোসের হয়ে দেড় মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও। ইনজুরিতে বাইরে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক আলিসনও স্বাভাবিকভাবে দলে নেই।
আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে ও তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এসব ম্যাচ খেলছে কার্লো আনচেলত্তির দল।
