November 4, 2025
6909d91df3700

অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ভারতের শিল্পপতি অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের ৩৫.৮৭ কোটি ডলার বা ৩ হাজার ৮৪ কোটি ‍রুপির সম্পদ ময়িকভাবে বাজেয়াপ্ত করেছে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা-ইডি।

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে প্রায় ৫৭ কোটি ডলার ঋণ নেয় গ্রুপটি। ইডির অভিযোগ, এর মাধ্যমে জনগণের অর্থ বেহাত ও পাচার করেছে তারা। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে মুম্বই, দিল্লি এবং চেন্নাইয়ে শিল্পগ্রুপটির বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিসহ অনিল আম্বানি পরিবারের বাসভবনও রয়েছে।

ইডির বিবৃতিতে বলা হয়েছে, রিলায়েন্স গ্রুপ-নিয়ন্ত্রিত কোম্পানি রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডসহ কয়েকটি সংস্থার ‘জালিয়াতির মাধ্যমে অর্থ স্থানান্তর’ তারা শনাক্ত করেছে।

এই বিষয়ে এখনও কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি ভারতের বৃহৎ শিল্প গ্রুপটি। উল্লেখ্য রিলায়েন্স গ্রুপের মালিক অনিল আম্বানি ভারতের বিলিওনেয়ার মুকেশ আম্বানির ছোট ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *