বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো জানান, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা-নেত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজীবন আমার সঙ্গে থাকার জন্য দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।’
বিএনপির মহাসচিব আরো বলেছেন, ‘যাঁরা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব’
