November 4, 2025
5

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকা জানা গেছে।

জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র নেতাদের নিয়ে গঠিত হয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর-৪ আসনে আখতার হোসেন এবং কুমিল্লা-৪ থেকে শাপলা কলি প্রতিকে লড়বেন হাসনাত আবদুল্লাহ।

এ ছাড়াও পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-১৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ থেকে তাসনিম জারা, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, নোয়াখালী-৬ থেকে আব্দুল হান্নান মাসউদ, ঢাকা-১৪ থেকে আরিফুল ইসলাম আদিব, সিরাজগঞ্জ-৬ থেকে এস এম সাইফ মোস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসন থেকে ডা. আতিকুর রহমানের নাম জানা গেছে। এদিকে, ৩০০ আসনেই প্রার্থী দেয়ার কথা জানিয়েছে এনসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *