জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না-এটা পরবর্তী বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তি শক্ত করতেই আমরা কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।’
তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
এনসিপি নেতা আরও বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে এবং অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে।
পথসভায় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
