November 4, 2025
khag-690a5aa3cb7ad

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঘোড়া ও মাংসগুলো উদ্ধার করে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকালে প্রাণীসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশই রোগে আক্রান্ত। এই মাংসর মধ্যে টক্সিন রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *