November 4, 2025
a10f78e3e2801485aa245e326201d8b407471c3c8b303f58

সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার (৫ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারে জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ চলার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি ফিডার লাইনে কাজ চলবে বলে উল্লেখ করা হয়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইন সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কর্তৃপক্ষ এবং উন্নত সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *