সর্বকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবার ভোটারদের অংশগ্রহণ।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে।
চলতি বছর আগাম ভোটের ৯ দিনে ভোট পড়ে ৭ লাখ ৩৫ হাজারের বেশি, যা গত নির্বাচনের তুলনায় ৪ গুণ বেশি।
তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি ভোটারের বয়স নজিরবিহীনভাবে ৩৫ বছরের নিচে হওয়ায় তা জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে তরুণ প্রার্থী জোরান মামদানিকে।
সর্বকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবার ভোটারদের অংশগ্রহণ।
২০২১ সালের মেয়র নির্বাচনে যেখানে আগাম ভোট পড়েছিল ১ লাখ ৭০ হাজার, এবার তা চার গুণ বেড়ে হয় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭। এর মধ্যে শুধু শেষ দিন রবিবারই ভোট পড়ে ১ লাখ ৫১ হাজার।
এর আগে এর চেয়ে বেশি ভোট পড়েছিল শুধু এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে।
এ নির্বাচনে সিটিতে ১ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছিলেন। এ ছাড়া ২০২২ সালের মিড টার্ম নির্বাচনে ৪ লাখ ৩৩ হাজার আগাম ভোট পড়ে।
নির্বাচনে সর্বকালের রেকর্ড ভেঙেছে তরুণ ভোটারদের উপস্থিতি।
এবারের আগাম ভোটের প্রথম সপ্তাহে ৩৫ বছরের কম বয়সী ৮০ হাজার তরুণ ভোট দিলেও শুধু শেষ ৩ দিনে ভোট দিয়েছেন ১ লাখের বেশি তরুণ। এর মধ্যে শুধু শেষ দিনে ভোট দেন ৪৫ হাজার তরুণ।
অথচ নিউ ইয়র্কের আগাম ভোটগুলোতে সব সময় প্রবীণদের উপস্থিতিই থাকে বেশি। গেল গভর্নর নির্বাচনে ৫৫ বছরের বেশি বয়সীরা আগাম ভোটে এগিয়ে ছিলেন।
সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট বেশি দিয়েছেন ৫১ বছরের বেশি বয়সীরা, তবে এবার মেয়র নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছেন ৫০ বছরের কম বয়সীরাই।
এ ছাড়া সিটির পাঁচটি বরোর মধ্যে বেশি আগাম ভোট পড়ে অভিবাসী অধ্যুষিত ব্রুকলিনে। এখানে ভোট পড়ে ২ লাখ ৪৩ হাজার ৭৩৭টি।
তার পরের অবস্থানে থাকা ম্যানহাটনে ২ লাখ ১২ হাজার ৬৭৯টি ভোট পড়ে। এর পরের অবস্থান কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ড বরোর।
এ অবস্থায় মঙ্গলবার চূড়ান্ত ভোটের দিনও বিপুলসংখ্যক ভোটার উপস্থিতির ব্যাপারে আশাবাদী নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশনস।
