November 5, 2025
image_237872_1762290926

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।

এতে রাশেদ খান লিখেন, সহযোদ্ধা তারেক রহমান ভাইয়ের রাজনৈতিক দল ‘আমজনতার দল’ কেন নিবন্ধন পেলো না? শর্ত পূরণ করতে পারেনি? শর্ত কে পূরণ করতে পেরেছে? যারা পেয়েছে তারা? না তারাও পারেনি। গোয়েন্দা সংস্থা ও সাংবাদিক ভাইয়েরা একটু অনুসন্ধান করলে পেয়ে যাবেন।

তিনি লিখেন, জেলা ও উপজেলা পর্যায়ে যে অফিসের কথা বলা হয়েছে, কারও বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে অফিস বানিয়ে দেখানো হয়েছে। আবার নতুন একটি দলের প্রতীক পেতেও নির্বাচন কমিশনের উপর ছিলো সরকারের উপদেষ্টাদের হস্তক্ষেপ। যে যার মত ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সব নিয়ে নিচ্ছে। সেই জায়গায় গণঅভ্যুত্থানের সময় গ্রেফতার হওয়া, রিমান্ডে নির্যাতিত হওয়া তারেক রহমানের দল কেন নিবন্ধন পাবে না?

তিনি আরও লিখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আপোষহীন লড়াকু সৈনিকের নাম তারেক রহমান। আমি মনে করি, তার দলকে শর্ত শিথিল করে হলে নিবন্ধন দেওয়া উচিত। অন্যরাও এভাবেই পেয়েছে। আমি তার আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছি, সুযোগ পেলে সরাসরি গিয়ে সমর্থন জানিয়ে আসবো, ইনশাআল্লাহ।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়া এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করেছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *