ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এসএম সেলিম রেজা আহ্বায়ক এবং আনিসুজ্জামান যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েহেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রিমন এ কমিটি অনুমোদন করেন।
এ বিষয়ে ডেমরা থানা বিএনপির নব নিযুক্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি অবিচল আস্থা এবং ভালবাসা নিয়ে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছি। জেল জুলুম আর অত্যাচারের মাত্রা অতিক্রম করে নিজেকে বিলিয়ে দিয়েছি দলের জন্য।
তারা বলেন, আমাদের প্রাণের সংগঠন আমাদের মূল্যায়ন করেছে এর চেয়ে বেশি কিছু আর চাওয়া এবং পাওয়া নেই। এখন টার্গেট আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নবীউল্লাহ নবীকে বিজয়ী করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সফল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সহযোগিতা করা।
