November 5, 2025
মামদানি-1

নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি

বিজয়োৎসবে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মামদানি বলেন, ‘ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে, যখন আমরা পুরোনো থেকে নতুনের পথে পা বাড়ায়…’

এই উক্তিটি নেহরুর ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে দেওয়া বিখ্যাত ভাষণ “Tryst with Destiny” থেকে নেওয়া।

ভারতের স্বাধীনতার মুহূর্তে নেহরুর সেই ভাষণ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ও নতুন যুগের সূচনার প্রতীক। একইভাবে, ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী জোহরান মামদানির এই জয়ও দেখা হচ্ছে ডানপন্থী জাতীয়তাবাদের বিশ্বব্যাপী উত্থানের বিপরীতে এক নতুন অধ্যায় হিসেবে।

মামদানির বিজয়কে শুধু বহুসাংস্কৃতিক রাজনীতির জয় নয়, বরং ধনীদের বিরুদ্ধে শ্রমজীবী জনগণের সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।

নিউইয়র্কের এই তরুণ মেয়র নির্বাচিত হয়ে বলেন, ‘এ শহর তাদের, যারা প্রতিদিন পরিশ্রম করে জীবন গড়ে তোলে। আজকের এই বিজয় সেই মানুষের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *