November 6, 2025
image_220457_1757128585

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ফিরছেন নতুন রূপে। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-কে ঘিরে উত্তেজনা যেন থামছেই না। আর এরই মাঝে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া এক ছবিতে একেবারে নতুন অবতারে ধরা দিলেন কিং খান। যেখানে ধূসর-সাদা স্পাইক কাট চুল এবং গায়ে সাদা টি-শার্ট পরহিত অবস্থায় দেখা যায় তাকে। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই লুক। এরপর চারদিকে শুরু হয় তুমুল আলোচনা। ভক্তদের মনে প্রশ্ন এবার কোন চমক নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ। যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

শাহরুখের পাকা চুল আর ক্যাজুয়াল আউটফিট দেখে নেটদুনিয়ায় প্রশংসার বন্যা। কেউ লিখলেন, ‘এজিং নেভার লুকড সো গুড!’ আবার কেউ লিখেছেন, ‘উফফ, কিং ব্যাক ইন স্টাইল।‘ কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘এই লোকটা কি আদৌ বুড়ো হচ্ছে?’ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ‘কিং’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

উল্লেখ্য, ২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *