November 6, 2025
b0ad9906dbd35b59b56bd4a502bfd6c396b5b828a8940be4

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে এসে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হকবুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়েটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেল ৩টার দিকে পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে এসে অসুস্থ হয়ে পড়েন একরামুল হক। নেতাকর্মীরা তাকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে তাকে বালিয়াদিঘী গোরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *