November 6, 2025
st.martin.UNO_.tek_.bartabazar

প্রকৃতির নৈসর্গিক সুন্দর্য সাগর কন্যা সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশদ্বীপের বাসিন্দাদের অর্থনৈতিক মান উন্নয়নে এবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে সেন্টমার্টিন ভিত্তিক একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে অভিজাত আবাসিক হোটেল থেকে শুরু করে স্থানীয়দের মালিকানাধীন ছোট ছোট কটেজ, গেস্ট রুম ও স্বল্প খরছে দ্বীপে ভোজন ও রাত্রি যাপনসহ পাওয়া যাবে সেন্টমার্টিনের পর্যটন সংশ্লিষ্ট সকল তথ্য।

মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে চালু হওয়া www.mysaintmartinbd.com নামের সাইটটিতে এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণের সব তথ্য ও পর্যটকদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এছাড়াও পর্যটন মৌসুম ব্যতীত সারা বছর অনেকেরই সেন্টমার্টিনে বিভিন্ন প্রয়োজনে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হয়। এখন থেকে তারা এই ওয়েবসাইট ব্যবহার করে নিতে পারেন অনলাইন অনুমতি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সেন্টমার্টিনের অধিকাংশ মানুষের জীবন যাত্রা এখন পর্যটন ব্যবসা নির্ভর। পর্যটন মৌসুমে দ্বীপের স্থানীয়রা পর্যটকদের আবাসন সুবিধার জন্য তাদের যেসব কটেজ ও ছোট ছোট ঘর করে গেস্টরুম তৈরী করে রেখেছে, অভিজাত হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের কারনে তারা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে ট্যুরিজমের মাধ্যমে স্থানীয়দের আয়কে সহজ করতে পর্যটক থাকার উপযোগী শতাধিক স্থানীয় মানুষের ঘরবাড়ি ও ছোট ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মাধ্যমে পর্যটকরা সরাসরি স্থানীয় মানুষের বাসা/গেস্টরুম বুক করতে পারবেন।

তিনি জানান, এই ওয়েবসাইটে রয়েছে সেন্টমার্টিন সম্পর্কিত সকল তথ্য, শতাধিক আবাসিক হোটেল ও কটেজের নাম্বার, রুম ভাড়া, জাহাজের টিকিট ও ভাড়া, সময়সূচী, দর্শনীয় স্থান, প্র‍য়োজনীয় ফোন নাম্বার, সরকারের নির্দেশনা। এ ছাড়াও রয়েছে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, হাসপাতাল, ইউপি চেয়ারম্যানসহ দ্বীপে এলাকাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের নিয়োগ করা বিচকর্মীর নাম ও ফোন নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *