এক সংবাদ সম্মেলনে বুধবার সকালে মামদানি বলেন, ‘বার্তা না পেলেও নিউ ইয়র্ক সিটির সমস্যা সমাধানে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’
শতাব্দীর সর্বকনিষ্ঠ নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে মঙ্গলবার বিজয় ঘোষণা করেন জোরান মামদানি। ওইদিন রাতে অবিস্মরণীয় এক জয় উদযাপনের পর পরদিন সকালেই কাজ শুরু করে দেন নবনির্বাচিত মেয়র।
পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও আগের প্রশাসনের সাথে সমন্বয় করতে ইতিমধ্যে ৫ সদস্যের ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি।
তবে এখনও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোন বার্তা পাননি বলে জানিয়েছেন মামদানি।
এক সংবাদ সম্মেলনে বুধবার সকালে মামদানি বলেন, ‘বার্তা না পেলেও নিউ ইয়র্ক সিটির সমস্যা সমাধানে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’
পাশাপাশি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এখনও তাকে সিটি হলে আমন্ত্রণে জানাননি- একথাও উল্লেখ করেন মামদানি।
এছাড়াও মেয়রের বাসভবনে ওঠা, এনওয়াপিডি কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে রাখা, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসসহ বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নতুন মেয়র।
মামদানি বলেন,’আইস কর্মকর্তাও যদি সিটিতে কোনো অপরাধ করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।’
সিটি হলে নিজের প্রথম দিনটিই শেষ দিন মনে করে তার প্রতিশ্রুত নিউ ইয়র্ক সিটির নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ শুরু করবেন বলে জানান মেয়র।
