November 6, 2025
3575f029daf5ab6d77a21c73a4ba5a97e3f51c89a6b54670

শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।

সোমবার (৬ নভেম্বর) আংশিক জেরার পর বাকী জেরার জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। জেরা সম্পন্ন হলে একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে করা মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে তিনটি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার দুই ছেলেমেয়েসহ ৪৭ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছেন রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *