November 7, 2025
image_238360_1762458384

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরুর আগেই নতুন দলের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদচলতি মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালসবুধবার (৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে

গত মৌসুমে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। সেই মৌসুমে ঢাকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচে একাই ৭ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন তিনি। এবার ভাগ্য ঘুরে যাচ্ছে তারঢাকাই দলের হয়েই খেলবেন এই পেসার।

চলতি বিপিএল মাঠে গড়াবে আগামী ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়েলস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে, তবে ড্রাফটের আগেই তাসকিনকে দলে টেনে চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

এবারের বিপিএলে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছিল মোট ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক যাচাইবাছাইয়ে বাদ পড়ে ৩টি প্রতিষ্ঠান, এরপর চূড়ান্ত পর্যায়ে আরও ৩টি বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত মালিকানা নিশ্চিত করে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি

ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস

রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস

রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ

সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি

চট্টগ্রাম রয়েলস: ট্রায়াঙ্গেল সার্ভিসেস

 

সবকিছু ঠিক থাকলে, এবারের বিপিএলে ঢাকার হয়ে নতুন অধ্যায় শুরু করবেন তাসকিন আহমেদ, যিনি আগের আসরে রাজশাহীর হয়ে নিজের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার গড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *