November 8, 2025
ইরানি-মেয়ে

এই বছরের শুরুর দিকে ইসরায়েলি হামলায় নিহত এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর মেয়ে কয়েক মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরে পেয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমপারিবারিক সূত্রে জানা গেছে

শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্রী সৈয়্যেদেহ ফাহিমে হাশেমিতাবার জুনের শেষের দিকে এক হামলায় গুরুতর আহত হনএই হামলায় তার বাবা পারমাণবিক বিশেষজ্ঞ সৈয়দ আসগর হাশেমিতাবার এবং তার মা নিহত হয়।

ইসরায়েল অতীতে বেশ কয়েকজন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করেছে কিন্তু এই ঘটনা সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

হামলার পর থেকে নিবিড় পরিচর্যায় থাকা হাশেমিতাবার ১৪ অক্টোবর জ্ঞান ফিরে পান এবং সম্প্রতি কথা বলার ক্ষমতাও ফিরে পেয়েছেন বলে পারিবারিক পরিচিতরা নিশ্চিত করেছেন।

দারিউশ রেজাই-নেজাদ নামে অন্য একজন নিহত পারমাণবিক বিজ্ঞানীর স্ত্রী শোহরে পিরানি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, ফাহিমে কোমা থেকে বেরিয়ে আসার পর প্রথমবারের মতো কথা বলছেন।

পিরানি এই ঘটনাকে চলমান দুঃখের মাঝে আশার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

ডাক্তাররা বলছেন ফাহিমের আরোগ্য লাভ এখনও ধীর গতিতে হচ্ছে এবং পুনর্বাসনমূলক থেরাপি চলতে থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *