November 10, 2025
690cb45bd701a

চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় সাত হাজার ১২৪ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল ৫ নভেম্বর (বুধবার) এক হাজার ৫০০ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 

আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ১০ শতাংশ।

 

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৩৫ কোটি ৯০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *