November 10, 2025
690c91a75aab3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে- তা জনগণের নয়, দলীয় হবে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে।

দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *