পুলিশ জানায়, ২০২০ জিএমসি মডেলের একটি ভ্যান গ্যারেজ থেকে বের করে চালক মর্টন স্ট্রিটে যাচ্ছিলেন। ভ্যানটি ডান দিকে ঘোরানোর কথা থাকলেও চালক ভুলক্রমে পশ্চিম দিকে রওনা হন, যা ছিল একটি একমুখী রাস্তা।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সেভেনথ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২০২০ জিএমসি মডেলের একটি ভ্যান গ্যারেজ থেকে বের করে চালক মর্টন স্ট্রিটে যাচ্ছিলেন। ভ্যানটি ডান দিকে ঘোরানোর কথা থাকলেও চালক ভুলক্রমে পশ্চিম দিকে রওনা হন, যা ছিল একটি একমুখী রাস্তা।
ওই সড়ক দিয়ে পার হওয়ার সময় ২৭ বছর বয়সী এক নারী ভ্যানের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আঘাতে পরবর্তী সময়ে মৃত্যু হয় তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ওই নারীকে কার্ডিওপুলমনারি রিসাসিটেশন-সিপিআরের মাধ্যমে জীবিত রাখার চেষ্টা হলেও সেটি ব্যর্থ হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলটিতে অনেক গাড়ি নিয়মিত মর্টন স্ট্রিটে যাওয়া-আসা করে, কিন্তু কোনো নির্দেশনা না থাকায় প্রায়ই বিভিন্ন গাড়ি উল্টো দিকে চলা যায়।
এ ঘটনায় ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
